Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

১.প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র,পঞ্চগড় এ অভ্যর্থনা/অফিস সহকারীর নিকট রোগীর নাম এন্ট্রি করে রেজিট্রেশন করতে হবে।  এক্ষেত্রে রোগীর দুই কপি পাসপোর্ট সাইজ ছবি ও জাতীয় পরিচয় পত্র/ জন্মনিবন্ধন কার্ডের ফটোকপি সংগে আনতে হবে।
২.নাম নিবন্ধনের পর কনসালটেন্ট ফিজিওথেরাপী এর নিকট রোগী রোগ নিরূপনের জন্য যাবেন।
৩. কনসালটেন্ট ফিজিওথেরাপী রোগীর রোগ নিরূপন করে ক্লিনিকাল ফিজিওথেরাপিস্ট/থেরাপী  সহকারী-১,২/টেকনিশিয়ান-১/টেকনিশিয়ান-২ এর নিকট পরবর্তী চিকিৎসা সেবার জন্য প্রেরন করবেন।
৪. ক্লিনিকাল ফিজিওথেরাপিস্ট/ থেরাপী  সহকারী -১,২/টেকনিশিয়ান-১/টেকনিশিয়ান-২ কনসালটেন্ট ফিজিওথেরাপী এর নির্দেশনা অনুযায়ী থেরাপী ও অন্যান্য চিকিৎসা সেবা প্রদান করবেন।